শয়তানিতে হার মানে না
খুচরো ছোট সব শয়তান,
ব্যবসা করে ভরতে পকেট
ছুটছে দ্যাখো চীন জাপান।
মাটি বেচে জলের দরে
সেরে মাপে মণের ধান,
নিঃস্ব হয়ে পথে বসে
ঝরায় চোখে নদীর বান।
আপন দেশে ভাত জোটে না
ভিখ মাগাতে ভিন দেশে,
আমের সাথে ছালা হারায়
বেশ ধরেছে সন্ন্যাসে।
হাতে নেরে লাঙ্গল কোঁদাল
শক্ত হাতে গামছা বাধ,
নোনা ঘামে পাবি রে তুই
গরম ভাতের মিষ্টি স্বাদ।