মধ্য মাঠের যোদ্ধা তুমি
সম্মুখ ভাগের আমি,
যুদ্ধে খেলি, যুদ্ধে মেলি
জীবনের জলকেলি।


বুক পেতেছি সইতে আঘাত
থাকবে না আর কোন ব্যাঘাত,
থাকুক সবাই শান্তি সুখে
ফুটুক হাসি সবার মুখে।


গুলি বারুদ ধনুক তীরে
সব ধরেছে আমায় ঘিরে,
ভয় করি না ভয় করি না
দেয় যদি দিক মৃত্যু হানা।


আছো তুমি মধ্য মাঠে
ভীড়ছে সবাই যুদ্ধ ঘাটে,
হঠাৎ ছুটে একটা গোলা
দেয় পরিয়ে মৃত্যু মালা।


টানছে ইতি এই জীবনের
স্মরণ থাকুক এই ক্ষণিকের
মরছে যোদ্ধা যুদ্ধ মাঠে
থাকবে বেঁচে স্মৃতি পটে।