স্ব্প্ন দেখি একদিন টেনে
উর্দিটা দিয়েছি খুলে,
আসল স্বরূপ দেখাতে ইচ্ছে
আয়নাটা সামনে ফেলে।
উর্দির জোরে মাছিগুলো ওড়ে
দেখতে দেয় না কিছুই,
যাচ্ছে হারিয়ে সবকিছু তার
মাছিদের হাতে রুই।
স্ব্প্ন দেখি একদিন তারে
খোলা আকাশের নীচে,
দু হাতে জড়িয়ে একটু বলি
অভিমান করো না মিছে।
স্ব্প্ন দেখি হাত ধরে তার
নিয়ে যাবো বহুদূর,
বাঁজাবে বাঁশি আপন মনে
যাবে না কেটে সুর।
স্বপ্ন দেখি হাসি মুখ তার
কাব্যের আকাশে জ্বলছে,
মাছিগুলো নয় অন্য সবাই
তার কথাই শুধু বলছে।