বলেছিলে, এমন কিছু করবে না যাতে
নিজের সাথে নিজেকেই মোকাবেলা করতে হয়;
রেখেছিলাম আমি তোমার সে কথা
পেয়েছিলামও বেশ ভয়।
শিখিয়েছিলে তুমি ন্যায় অন্যায়
সততার ম্যালা কথা,
বিপ্রতীপ এক আয়নার ছবি
এলোমেলো সব যা তা।
প্রশ্ন আমার তোমার কাছে
সততা তোমার কোথায়?
কাকে হারালে, কাকে জেতালে
কাকে ডুবালে ব্যাথায়?
তোমার ঘরে নিশ্চিন্তে যে
থাকে তোমাকে ঘিরে,
রেখেছো কি তার বিশ্বাসটা
তেমনি হিসাব করে?
অবেলাতে এই অভাগীর দ্বারে
এসেছিলে যখন তুমি,
ভাবোনি তুমি একটিবারও
এ তো নয় গো-চারণভূমি।
নিজের হাতে যে দ্বার খুলে
ঢুকেছিলে তুমি ঘরে,
মুহুর্তে তা বিস্মৃত হলে
যেই না গেলে ফিরে।
সততা তুমি কাকে দেখালে
এদিকে না কি ওদিকে?
আত্মপ্রতারণায় তুমি-ই করলে
সততার রঙ ফিকে।