ক্ষণিকের উল্লাসে মেতে থেকে ভাবি
এভাবেই দিন বুঝি চলে যাবে সবই।
রেশ তার যদিও খুব বেশী থাকে না,
চঞ্চলা মন তবু মনে সেটা রাখে না।
হোক সুখ ক্ষণিকের কিংবা বণিকের
হতে পারে দাবী কারো এটা কোন টনিকের।
চাই চাই তবু চাই, আর নয় মিনমিন
যাক বয়ে ভেতরে স্রোত ভরা ডোপামিন।
তারপরো আসে না, আর কেউ হাসে না,
কর্টিসেলের সাথে ডোপামিন মেশে না।
হায় হায় নাই নাই সুখ কোথা খুঁজে পাই?
রাজপথে মিছিলে স্লোগান চাই চাই।
সংসদ, অধিবেশন, গোলটেবিল বৈঠক
সুখ চাই সুখ চাই, যেভাবেই যাই হোক।
সুখ ধরা দেয় না, কাছে আর রয় না,
ভুল করে তবুও থামে না তো বায়না।
ভুলভাল পথ ধরে সুখ খুঁজে পাওয়া যায়?
প্রশ্নটা ছুড়ে দিয়ে কেউ যেন হাওয়া হয়।
এইবার এইবার ভাল করে খুঁজে দ্যাখ,
সুখ পাখি বেঁচে আছে, আজীবন বেঁচে থাক।