তোমরা সবাই মগ্ন থাকো
আপন সুখের দেশে,
দিন কেটে যাক সবার না হয়
একটু হেসে খেলে।


আমার দেশে সবার মতো
সুখের রাজ্য নাই,
দুঃখ নামের বিলাসগুলো
পায় না তবু ঠাই।


সুখ খুঁজি না এখন আমি
সুখ বানাতে চাই,
সবার চোখে সুখের স্বপ্ন
এঁকে দিয়ে যাই।


স্বর্গ সুখে ভাসি আমি
মুছে চোখের জল,
স্বপ্ন বীজের চারা থেকে
ধরাই গাছে ফল।