আচ্ছা চলো লিখতে বসি কাগজ কলম হাতে
গোপন কথা রাখতে গোপন মরলো জাতে পাতে।
ভাগাড় জুড়ে উড়ছে শকুন গন্ধ মরার পেয়ে,
ধূর্ত শিয়াল খুঁজছে সুযোগ সঙ্গী সাথী নিয়ে।
গোপন কথা রাখতে গোপন আর কী করা যায়
জানের সাথে মানটা দিয়েও মুক্তি যদি পায়;
জানটা গেলো মানটা গেলো পানির দরে সের,
হাট বাজারে গোপন কথা করলো প্রকাশ কুবের।
এবার ছোটো মরার পিছে কেচ্ছা কী কী ছিল
সীতার গায়ের বস্ত্র হরণ ভালই বাজার পেলো!
ছুটলো নেতা সর্ষে তেলে ডুবিয়ে চোখ তার
সব হারানো সীতার এবার জুটবে ন্যায় বিচার!
খুঁজে খুঁজে আজ্ঞাবাহী নেতার পুরো দল
দিনের শেষে প্রশ্ন করে সীতা কার বাপ বল!