মুখোশে ঢাকা ভালমানুষি
অনেক করেছিস ছল,
মারবো এবার খাড়ার কোপে
বল হরিবোল বল।
চিতায় তুলে জ্বালিয়ে দেবো
মিথ্যায় ভরা লাশ,
কালির বেশে ধরবো খাড়া
আর কি বাঁচতে চাস?
করবো তোরে বলির পাঁঠা
আমার হৃদয়পুরে,
রক্তগঙ্গা বইয়ে দেবো
ভূয়া প্রেম নগরে।
জ্বলবে আগুন ধিকিধিকি
মরবো পুড়ে আমি,
সুখ সাগরে ভাসবি সুখে
মেনে নেবো সব-ই?
উঠবো চিতায় তোকে নিয়ে
মরবো সহমরণ,
তোর প্রতারণায় শেষ হয়েছে
মূল্যবান এ জীবন।