ছন্দ মেলাতে, গন্ধ বিলাতে
প্রাণ বুঝি আজ যায়,
তবুও এ প্রাণ কেন
কবিতাই লিখতে চায়?
কবিতা লেখা অত সহজ নয়,
নয় মোটেও পানি পানি,
এ হৃদয় তবু কবিতা লিখতে
দিন রাত হয় পেরেশানি।
পাঠকের কাছে পৌছে দিতে
একটা ছোট্ট কবিতা,
শব্দ ভান্ডার উল্টে পাল্টে
কলম খেলে যায় যা তা।
পাঠকের কাছে হবে না কভু
ঋণের কোন শোধ,
অভাজনের অখাদ্য লেখায়
সে খোলে না তার বোধ।
তাহলে কি পাঠকগুলোর
বোধ গেছে সব মরে?
এমন ভাবনার দরজা খুলে
ঢুকো না সে ঘরে।
হৃদয়ে তাদের কাব্যপ্রেম
কানায় কানায় ভরা,
ভুলত্রুটি উপেক্ষাতে তাই
সম্মানিত পাঠককূলই সেরা।