ইচ্ছে হয় না লিখতে কিছু
উল্টো পাল্টা খেলা,
এরে ধরে তারে মেরে
ছাতিম তলার মেলা।
মেলায় ঘোরে হাতি ঘোড়া
ছাগল ধরে হাল,
পরান মানিক বাছুর ছোটে
বিশাল ভেড়ার পাল।
চশমা বিনে কান শোনে না
বোবার মুখে গান,
রূপের বাহার দেখে কানা
জুড়িয়ে নেয় প্রাণ।
দেখে শুনে এ সব কিছু
ট্যাঁরা হয়ে যাই,
নাকটা চেপে পঁচা বাসি
সব-ই আমি খাই।