বেহেস্ত চাই বেহেস্ত চাই
শত কলেমার জোরে,
জোব্বা আস্তিন তসবী টুপি
সঙ্গী সাথী করে।


ঢং ঢং ঢং জোরসে বাজে
মন্দিরের ঐ ঘন্টা,
স্বর্গ এবার মিলবে নিশ্চয়
বলছে ডেকে মনটা।


মোল্লা হুজুর ফাদার পুরুত
কোথায় কে বা আছো,
ধর্ম নিয়ে খেলছে কারা
একটু তাদের বাছো।


ভাত পাবে না যদি না হয়
আমার দলের লোক,
স্রষ্টা তোমার বাপের নাকি
রক্তচোষা জোঁক!


রোদের ছাঁয়া কিংবা মায়ায়
কোথায় লেখা নাম,
হিন্দু মুসলিম বৌদ্ধ যীশু
রহিম নাকি রাম।


ভাগ করে নি স্রষ্টা যখন
জাতের পাতের ভেদে,
তুমি কেন ধর্ম গেলো
বলছো কেঁদে কেঁদে?


বেহেস্ত বলো স্বর্গ বলো
আচার বেশে নাই,
সৃষ্টি সেবায় স্রষ্টা সত্য
সবই খুঁজে পাই।