দেহের ভেতর ঢুকিয়ে দিয়েছিল
গ্রেনেড বোমার হামলা,
দহনে দহনে সময় কেটে যায়
জামিনবিহীন এক মামলা।
পারে না কোন ডাক্তার কবিরাজ
অপসারণ একে করতে,
ইমিউন সিস্টেম ব্যর্থ হয়েছে
কারাগারে তাকে ভরতে।
অসহ্য যন্ত্রণায় দিবা রাত্রি
শরীরটা ওঠে কুঁকড়ে,
অসহায় প্রাণ টিকে থাকে তবু
বাঁচার তাগিদে আঁকড়ে।
স্প্লিন্টার হয়ে আমার জীবনে
তেমনি ব্যথা বেদনায়,
সুখের সাগরে ভেসে বেড়ায় সে
অহর্নিশি শুধু কাঁদায়।