আঁধার ভেদ করে ক্রমান্বয়ে
আলোর রেখাটা উঁকি দেয়,
ঘুম জড়ানো আঁখি পল্লব
সোনা রোদটা মেখে নেয়।
আলস্যটা দু হাত দিয়ে
আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে কয়,
থাক নারে তুই আমার কাছে
যাক বয়ে যায় যাক সময়।
মোহে ফেলে মিথ্যে দিয়ে
ভোলাতে চায় সত্যকে,
অবজ্ঞাতে এড়িয়ে চলে
মুয়াজ্জিনের ডাকটাকে।
নগর নামের সভ্য খেলায়
অসভ্যতার জোর প্রচার,
রাত গিলে খায় ভার্চুয়ালে
সুবেহ সাদিক পগার পার।