মানিকে মানিক চেনে
রতনে রতন,
তাই বুঝি ঠগে নেয়
বাটপাড়ের যতন?
শুয়োরে কচু চেনে
চোর চেনে সিধ,
রাত হলেও তাই বুঝি
চোখে নাই নিদ।
বুড়ো না কি চেনে শুধু
ছালা ভরা ধন?
শিশু বোঝে কার আছে
মায়া ভরা মন।
চেনা জানার এত এত
পুরোনো সব সূত্র,
ঘেটে দিয়ে মজা দ্যাখে
ডট ডট বাপের পুত্র!