বলবে যখন উঠতে সে জন
বিনা কথায় উঠবে,
যদি বলে বসতে তোমায়
সুবোধ হয়ে বসবে।
এ দেশ তোমার এ দেশ আমার
অমন কথা বলবে না,
ভূখা নাঙ্গা চাষা দিয়ে
সভ্য সমাজ চলবে না।
লুটতরাজ আর অরাজকতা
কোন শালায় কয় নষ্ট?
স্বদেশ প্রেম স্বদেশ প্রেম
চাপা মেকী কষ্ট!
গল্পগুলো ঝুলির ভেতর
ঠাকুরমায়ের কান্না,
দেশটা নিয়ে রং তামাশায়
কেউ দেখি কম যান না।