তোমাকে খুঁজেছি আমি
সেহেরীর রাতে,
খুঁজেছি তাহাজ্জুদ আর
সুবেহ সাদিকের প্রভাতে,
তোমাকে খুঁজেছি শত পদ দিয়ে
সাজানো ইফতারে,
ভেবে দেখিনি কখনো আমি
আছো তুমি আমারই অন্তরে।
আকাশে খুঁজেছি পাতালে খুঁজেছি
খুঁজেছি মসজিদ মন্দিরে,
সৃষ্টির মাঝে তুমি বিরাজমান
বিরাজমান সবার অন্তরে।
দেখা পেতে চাই একটিবারে
একটি ক্ষণিকের জন্য,
চেয়েছি আমি তোমার পরশে
আজীবন হতে ধন্য।
কোরআন কিতাব বাইবেল গীতা
করেছি তন্ন তন্ন,
আড়ালে প্রভূ তুমি হেসেছো
দেই নি ক্ষুধার্তকে অন্ন।
বঞ্চিতের হাসিতে তুমি হেসেছো
কান্নায় তুমি কেঁদেছো,
পুরোহিত আর মুনি ঋষি ধরি
স্রষ্টাকে তোমরা দেখেছো?
তোমাকে খুঁজতে ছুটেছি আমি
মক্কা থেকে মদীনায়,
তোমাকে খুঁজতে হেটেছি আমি
কাবার কাফেলায়;
অথচ প্রভূ অনাহারী বেশে
এসেছিলে আমার দ্বারে,
এসেছিলে তুমি ব্যথা জুড়াতে
বার বার আমার ঘরে।
প্রভূর দেখা পেতে আমি
জায়নামাজে ব্যস্ত,
অন্ন দানের দায়টা তুমি
আমাতেই করেছিলে ন্যাস্ত।
বুঝি নি আমি অভাগা বড়
ঘুরি তাই পথে পথে,
ছেড়ে যাও নি প্রভূ আমাকে
থেকেছো সাথে সাথে।