তোমার পাতাকে খেরো খাতা ভেবে
হাবিজাবি কিছু এঁকেছি,
তুমি যে হবে অভিমানী এতটা
বুঝি নি, তবুও বুঝেছি।
পাতা খুলে দেখি হাবিজাবিগুলো
নেই যথাস্থানে,
খুঁজে খুঁজে মরি হাবিজাবিগুলো
ভরা ব্যথা নিয়ে প্রাণে।
হয়তো ভেবেছো হাবিজাবিগুলো
পোড়া তেলে পোড়া ভাঁজা,
ফেলে দিয়ে তুমি দিলে আমাকে
নির্দয় এক সাজা।
আমার মনের উল্টোপাল্টা
এলোমেলো যত কথা,
তোমার পাতায় রেখে দেবো বলে
বানালাম খেরো খাতা।
হাবিজাবিগুলো কোথায় খুঁজবো
কোথায় খুঁজবো বলো,
মনের আকাশে তোমার ভাবনা
উড়ছে এলোমেলো।