তোর চোখেতে মায়ার খেলা
দিন রাত্রি খেলে যায়,
তোর কথাতে মনটা আমার
মেঘের দেশে আজ হারায়।


মন চুরিতে তুই সেয়ানা
ফেল মেরে যায় সিঁদেল চোর,
তোর ছোঁয়াতে আঁধার ভেঙ্গে
ঢেউ খেলে যায় মিষ্টি ভোর।


তোর বুকেতে ঢেকে থাকে
তুফান ওঠা প্রেম সাগর,
তোর অধরে বিষের ছোঁয়াও
নিতে রাজী আট প্রহর।


জাদু ভরা ডাকের কাছে
হার মেনে যায় ডাকিনী,
তোকে ছাড়া একটা দিনও
একলা আমি থাকি নি।


ঘুমাই যখন একলা আমি
শূন্য পাশের বিছানা,
স্ব্প্ন মাঝে তোর বুকেতে
ঠিক পেয়ে যাই ঠিকানা।


দেহ থাকে এপার পড়ে
ওপারেতে তোর দেহ,
আত্মা দুটি এক হয়ে যায়
দেখে না তো আর কেহ।