সুখের অভিনয় করে যাচ্ছো স্বজন সাথী করে
কেউ জানে না কি করেছো সবার অগোচরে।
দুইটা দিনের ভাব বাহাদুর থোড়াই কেয়ার চলে
সব কিছুরই ফিরতি আছে গেছেই পুরো ভুলে।
পাচ্ছে না তো হাতের কাছে হবে টা আর কি?
যতই করুক ঠকঠকানি পড়বেই পাতে ঘি।
করবে যেমন ফলবে তেমন অন্যথা তো নাই
আসবে ফেরত রিপোর্ট কার্ডে যা করেছো ভাই।
কেউ না জানুক কেউ না বুঝুক তুমি জানো সবই
এমন খেলা খেলবে কত সব ফেলে তাই ভাবি।
শাপ অভিশাপ কেউ দেবে না, কেউ নেবে না দায়
বসে আছেন সবার উপর সবই দেখতে পায়।
তিনিই দেবেন তিনিই নেবেন হিসেব করে করে
ভুগবে যেদিন বুঝবে সেদিন দিন কেমনে ফেরে।
তোমার স্বজন তোমার বুকে যতই পাতুক কান
শুনবে না সে কস্মিনেতেও অন্য কোথাও টান।
তোমার কাছে এই অনুরোধ আর করো না এমন
বিবেকটাকে গলা টিপে মারলে সেদিন যেমন।
যতই জানুক তুলসী ধোয়া, গঙ্গা জলের ছোঁয়া
আমি জানি তুমি রে ভাই কত্ত বড় ভূয়া।


১৫/১০/২০১৭