শীতের রাতে ব্যথা ভরা বাত
চোখের দৃষ্টি ঝাপসা,
লেপ মুড়ি দিয়ে কাপে থর থর
স্মৃতির পাতা সব আবছা।
হেসেছি খেলেছি সোনা ঝরা দিনে
ভাবিনি আসবে এমন দিন,
আমিও হবো উদ্বৃত্ত
বাঁজাতে হবে বিদায়ের বীণ।
মরণ এখন "তুহু মম শ্যাম"
চেয়ে থাকি তার পথ,
যমদূত কি ভুলে গেছে হেথা
থামাতে তার রথ?