দেন দরবার দর কষাকষি গ্রুপিং লবিং শেষে
চেয়ারখানা বাগাতে পেরে উড়ছি হাওয়ায় ভেসে।
ফুলের তোড়া চাটুকারের জোড়া সবই আছে সাথে
লাজ লজ্জার বালাই বলে নেই কিছু আর ধাতে।


মুখে মুখে ঝড় তুলেছি নিয়ম নিয়ম বলে
নথিখানা আটকে রাখি লাল ফিতার বদলে।
আসুন আসুন বসুনরে ভাই বসুন চুপেচাপে
সব কথা কি যায় বলা ভাই, বোঝেন হাভেভাবে।


খড়ের গাদা পুড়িয়ে তবে চেয়ারখানায় বসা
এটুকুতে বুঝে নেবেন করছি এমন আশা।
দেবেন নেবেন এই নিয়মে যদি থাকেন রাজী
বলতে পারি হবো আমি সকল কাজের কাজী।


আইন বলুন কানুন বলুন, বলুন সিস্টেম লস
সবই আমার হাতের মুঠোয়, আমিই এখন বস।
এমনি করে বেপরোয়ায় চলে দেয়া নেয়া
টিনের চালা প্রাসাদ করে নাম দিয়েছি খেয়া।


কাড়ি কাড়ি টাকার সাথে সারি সারি গাড়ী
অভাব তবু যায় না আমার, ভাতে শুকায় নাড়ি।
টাকার কাছে সব বিকিয়ে এখন বাকী জাত
দেখলে টাকা আমার কেবল উসখুস করে হাত।