থাকবে না তোর নিজের বলে
নিজের ভিটের মাটি,
কাটবি কিরা কাটবি কসম
বলবি সত্য খাঁটি।
ঢুকবো ঘরে সিঁদ কেটে তোর
খুঁজবো এ কোণ ও কোণ,
হাতড়ে নেবো যা পাবো তোর
বাদ যাবে না মন।
লেখার পাতা, লেখার খাতা
তাল ছন্দের খেলা,
হাতড়ে নিয়ে আমার ঘরের
ভরবো কাব্য ডালা।
ফ্যালফেলিয়ে দেখবি শুধু
এ কোন রঙ এর চোর,
বুঝবি না তো আগা মাথা
আমি-ই শুধু তোর।