ভোগবাদীর মুখে ত্যাগের কথা
পানসে পানসে লাগে,
সত্য বুঝতে যুধিষ্ঠির বাবু
সারা রাত্রি জাগে।
ঠকাবার পরে ঠকবাজেরা
বগল বাজিয়ে চলে,
প্রতিদানে তার হাড়ি মুখখানা
অতীতস্মৃতি যায় ভুলে।
দিতে গেলে যে পেতেই হবে
শাস্ত্র যখন কয়,
কানে তুলো গুঁজে ভোলানাথ বাবু
করে শুধু হয় হয়।
ভোলানাথ গোনে ভুলের মাশুল
কপালের দোষে গুনে,
ভগবান হাসে মুখ টিপে টিপে
ভোলানাথের কথা শুনে।