প্রতিশোধ নিতে প্রকৃতি কখনো
করে না তাড়াহুড়ো,
ভুট্টো ব্যাটা বোঝেনি সেদিন
বাঙালিকে চেনায় খুড়ো!
যুদ্ধ যুদ্ধ খেলায় ভুট্টো
ছিল যে সিদ্ধহস্ত,
বাঙালি নিধনের আদর্শলিপি
পুরোটাই তার মুখস্ত।
ধর্ম যাচাইয়ে মানবতা কাঁদে
কাপড় খুলে হয় বিচার,
হায়রে ভুট্টো মরণেও ছাড়ে না
কেমন আজব আচার!
ধরেছিলে তুমি একাত্তরে-ই
বাঙালির কাপড়ের কোণা,
জাতভাই তোমার পরখ করে
কোন মায়ের তুমি সোনা?