চলতি পথে হোঁচট খেয়ে
রক্ত ঝরে অনেকখানি,
থামতে হবে যদি বলো
পারবো না তো রাখতে কথা;
যোদ্ধা আমি যুদ্ধ বুঝি
অস্ত্র-শস্ত্রের ঝনঝনানি।
চলতি পথে বাঁধার মুখে
মুখ থুবড়ে যাই যে পড়ে,
তীর কাঁটারা ছুটে আসে
লক্ষ লক্ষ ঝাঁকে ঝাঁকে;
টলবো না তো কোন বাঁধায়
বসবো না আর হাঁটু গেড়ে।
চলতি পথের পাতা ফাঁদে
অজ্ঞতাতে খাই যে ধরা,
মুহুর্তকাল ভেবে নিয়ে
সটান আমি যাই দাঁড়িয়ে;
যোদ্ধা কভূ যুদ্ধ ছাড়া
ময়দানে কি যায় সে মারা?
চলতি পথে আসবে বাঁধা
আসবে আরো অনেক কিছু,
লক্ষ্য আমার সামনে যাবার
অনেক বাকী ঋণ শোধাবার;
যোদ্ধা আমি যুদ্ধ জানি
জানি না তো ফিরতে পিছু।