জীবন বাগানে
মোরা ছোট্ট একটি ফুল
প্রকৃতির ডাকে ফুটি।
প্রকৃতির ডাকে,
রঙ ধরিয়ে
মিষ্টি-মধুর সুবাস ছড়িয়ে
পূর্ণতা পেতে ছুটি।
তবু রুক্ষতায় গাঁ ভাসিয়ে
আঁধার দ্বীপে নাও ভাসিয়ে
ফুরায় অভিরুচি।
কিছু ফুল সাজানো থাকে
ফুলদানির ঐ তরে
ঝরে গেলে ছুড়ে ফেলে
নতুন করে খোঁজে।
কেউ-কেউ বেঁচে থাকে
হাজার বছর ধরে
ঝরে গিয়েও সজীব থাকে
ফটো ফ্রেমের তরে।