একদিন আমি হারিয়ে গেলাম
তেপান্তরের দেশে
মাঠ পেরুলেই মাঠ এসে যায়
প্রতি মাঠের শেষে।
একি মাঠ শেষ
হবে কি নাকো?
গাঁয়ের মাঠ পেরুলেই তো
পড়ত জোড়া সাঁকো।
হঠাত্‍ আমি দেখতে পেলাম
দাঁড়িয়ে আছে মা
তখন ভাবি হারাই নিতো
এই তো মোদের গাঁ।
একটু পরে সামনে এলো
গাঁয়ের জোড়া সাঁকো
তাইতো এবার ভাবছি
মাঠ আমায় মনে রেখ।
এবার আমি দেখতে পেলাম
বকের সারি-সারি
তখন বুঝলাম পৌছে গেছি
মোদের ছোট্ট বাড়ি।