আমার ঘরে আমিই পর
আমার ধন নয়কো মোর
শুধিয়ে ছিল পৃথীবিতে
হেলিয়া-দুলিয়া করেছি পার
তুচ্ছ জিবন খানি।
মরিয়া গিয়া বুজেছি
কি ছিল সবচে দামি।
এখন অসহায় আমি
দেই সুখের হাতছানি
তবু অসহায়ত্ব  রয়ে যায়
পূর্ণতা হয়না আর।
এ কেমন অসহায়ত্ব
ধন-সম্পদ সবই আছে
কিছুই নয়কো মোর
ভাল কাজ যা ছিল
তাই কাটলো ঘোর।