কীসের এত ক্লান্তি?
আমার শরীর জুড়ে
বয়স বোঝা বাড়ছে কেন?
আমার অগোচরে।
এসব ক্লান্তি ভিড়ে
আমি বড় একা
কলম-খাতা সঙ্গে আছে
বাকি সব দূয়াশা মাখা।
ক্লান্তির কাছে হার
মানতে নাহি চাই
নিঃশব্দ প্রতিরোধ
চলবে পুরো জীবনটাই।
অলসতা বাসা বেধেছিল কবে?
মন শিখা ভেঙ্গে দিল
চলে গেল সবে।
আমরা বীরের জাতি
ক্লান্তি মোদের নয়
পুরো জীবন জুরে
এই হোক প্রত্যয়।।