আমরা আদিবাসী
প্রতি বছর মনিবের ঘ‍র আসি।
চাষের মরসুমে করি কাজ, কাটি ফসল,
শরীরে সয়ে যায় রোদ বৃষ্টির ধকল।
ছোট'রা শুয়ে থাকে ছাতার তলায়
কাজ থেকে ঘরে ফিরি সাঁঝের বেলায়।
হাঁড়িতে ফোটে ভাত খড়ের জালে
ফ‍্যান যোগে খাই তা নুন-লঙ্কা'র ঝালে।
বুঝতে পারিনা কাজের হিসাব
সুযোগ পাইনা পড়তে কিতাব।
মরশুম শেষে পরিপাটি বেশে
ফিরে যাই মোরা নিজ নিজ দেশে।