সেভাবে ওঠেনা হাতুড়ির শব্দ
কামারের হাঁসি কাস্তের দাঁতে জব্দ
কুমোরের চাকা মন্থর ঘুরছে
মাটির কলসে পরেনা জল উপচে
গরূর গাড়ির ক‍্যাঁচ ক‍্যাঁচ শব্দ
সব যেন আজ স্তব্ধ।


ভেবে ভেবে হই সাড়া
গেল কোথায় তারা
সভ‍্যতার আকাশে তাকাই যখন
নব নব রুপে দেখি তখন
যা ছিল মানবের হাতে
তা আজ যন্ত্র দানবের সাথে।
------------*------------