শীতের ক্ষয়িষ্ণু ডানায় ভর করে,
মাঞ্জা করা সুতো ও গুলতির ফাঁক দিয়ে
পরিযায়ী পাখিরা আজও আসে
আর ঝরে পড়ে একটি দুটি করে
নিশীথের নিষিদ্ধ পানশালায়,
লালসায় লাল জিহ্বায়।
খসে পড়া পালক গুলো
ঘোরপাক খেতে থাকে সভ‍্যতার আকাশে
সৃষ্টি করে অপূর্ব শিল্প,
কখনও বা লেখনীর শিরোস্ত্রান হয়ে
লিখে চলে হাজার ‌মাইল পাড়ি দেওয়া
হাজার ইতি কথা।