তোমাকে হারিয়ে ফেলেছি আমি,
কিন্তু জানো কি অদ্ভুত আমি তোমাকে হারানোর পর আমি নিজেকে প্রশ্ন করি।                                  
আদৌ তুমি কি আমার ছিলে?
ছিলে না তুমি আমার ,
তুমি ছিলে গোধূলির লাল আভা যা নিমিষেই হারিয়ে যায়,
যা শুধু ক্ষীণ সময়ের জন্য।
আঁকাশ কে চমকে দেয়
আবার নিমিষেই হারিয়ে যায়।
যেমন তোমার হারিয়ে যাওয়া টা আমার জীবন থেকে
শুধু একবার না হাজার বার তোমাকে বুঝিয়েছি কতো টুকু ভালোবাসি।
হয়তো বুঝনি তুমি আর বুঝবেও না কোনো দিন,                                                                      
আজ আমি ভালোবাসি আমার নীরবতাকে।                                                                                  
আজ আমি ভালবাসি অখন্ড স্মৃতিগুলি যা ছিল তোমায় ঘিরে।