যদি আবারো সেই কদমো বৃক্ষের তলে ,
যদি আবারো দেখি সেই মুখ ,
যদি দেখি মেঘের ভেলায় তোমার ঐ দীঘল কালো চুল
তবে আমি আর করবো না সেই একি রকম ভুল ।


যদি আবারো দেখি সেই শিশির ভেজা সকালে ,
যদি আবারো দেখি সেই মায়াবী হাসি ,
তবে আমি আর বলবো না উদাস মনে
তোমায় আবারো ভালোবাসি ।


যদি আবারো দেখি অবেলা দুপুরে ,
যদি আবারো দারিয়ে থাকো সেই আগের মতো একা ,
তবে যাব না ছুটিয়া তোমার পানে
করিতে আবারো একটু দেখা ।


যদি এক বারো সেই দিন হেরিতে মোর পানে ,
যদি না হতে সাথী অন্য কারো ,
তবে তুমি  দেখিতে -
আমি তো আমারে উজার করিয়া তোমারে
সপে দিতাম আবারো ।


একটু সুখের লোভে তুমি চলিয়া গেলে
সুখের সাথী খুঁজি ,
আমি না হয় ভাসিবো আবারো
দুখের সাগরে মায়া নদীর মন মাঝি ।