এ প্রেম দুবারা জাগবে না,
যে প্রেম গিয়েছে ঘুমিয়ে!!
না রাতের আধারে স্বপ্ন নিয়ে,
সে তো ঘুমিয়েছে চিরতরে!!


এ প্রেম দুবারা হাসবে না,
যে হাসি গিয়েছে থেমে!
না কালো গোলাপের মতো
রক্তিম দেখে লজ্জা পেয়ে,
না নিজের ইচ্ছায় থেমে গেছে চিরতরে।


এ প্রেম দুবারা কাদবে না,
যে অশ্রু গিয়েছে শুকিয়ে,
না মরুভূমির মতো রৌদ্র তাপে,
সে তো শুকিয়ে গেছে পাথর চোখে..!
শুকিয়ে গেছে চিরতরে!


এ প্রেম দুবারা অপেক্ষায় মগ্ন হবে না!!
ঐ চাতক পাখির মতো করে!
ঐই জাম্বু দ্বীপটা সময়ের কাছে অসহায়!
সেই সময়ে তো ফুরিয়ে গেছে,,
ফুরিয়ে গেছে একেবারে..!