সেখানেই
শিখেছি আমি ,
যেখানে পেয়েছি ব্যথা।
তখনি সইতে শিখেছি ,
যখনি বুঝেছি বাস্তবতা ।


আমি তখনি মুছে ফেলেছি চোখের জল ,
যখনি শুনেছি বিচিত্র দুনিয়া ,
যখনি শুনেছি কান্নায় হবে না
কখনো এক নদী যমুনা ।


আমি হেসে হেসে হারিয়ে যাই আপন মোহনায় - ঠিক তখনি
দুঃখ গুলো খামছে ধরে আঘাত করে আমায় যখনি ।
আজ আমি চিরো সুখী শুধু এই কারনে
আমি হাসতে শিখেছি , কাদতে নয়
আমারো দুঃখময় জীবনে ।