আমি এসেছিলাম ভবে
নিজের অজান্তে ,
এসে দেখি হবে অনেক কিছু জান্তে ।


ধীরে ধীরে জানলাম অনেক কিছু ।
জান্তে জান্তে একদিন শেষ হয়ে গেল ভবের বেলা ,
কিন্তু বাকী রয়ে গেল জানার অনেক খেলা ।


তাই শেষ সময়ে বুঝিলাম ,
মিছে এই ভবে আসা ,
অযথা বাঁধিলাম কুঁড়ের বাসা ।


আমি আসিবো না কোন দিন
আর এই ভবে ,
কোন দিন  জানবে না কেউ আমি ছিলাম ।
তাই বলি
ছিলাম না , আছি , থাকবনা ।
এই তিনটি বানীই চিরন্তর সত্য ।
    ( অদৃশ্য প্রদীপ )


( যখন ছিলাম না তখন আমার কিছুই ছিল না । এখন যেহেতু আছি তাই সবদিকের চিন্তা মাথায় কাজ করে ।
আবার যখন থাকবনা , তখন আবার কিছু থাকবে না )