প্রিয় অনামিকা
হয়তো বা আর কখনোই
তোমার অপেক্ষায় ফাটা রোদের মাঠে দাড়িয়ে থাকব না ।
ধুলো মাখা পথ চলতে
হয়তো বা আর কখনোই
তোমার প্রয়োজন হবে না ।
প্রিয়তমেষু প্রিয় বই হাতে হয়তো বা আর কখনোই
তোমায় ভালোবাসি বলবো না ।


আবেগের বসে হয়তো বা আর কখনোই
প্রিয় নাম তুমি মোর এই  কবিতায় কলমের কালি ফুরাবো না।
জানি উদাসি দুপুরে যদি তোমার ক্লান্তি আসে
হয়তো বা আর কখনোই আমার কবিতা পড়বে না।
জানি আজ তোমার চোখের তাঁরায় রঙ্গিন স্বপ্ন এসেছে সে সপ্নে আমি আর ধূসর হবো না ।


BদাY