তোমার সমগ্র পৃথিবী,
আমার দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ ,
আমার পকট অনুভূতির তৃষ্ণা তুমি ,
আমি জন্ম নিয়েছি তোমাকে পাব বলে ।


আমার লাগামহীন অগোছালো জীবনে
তুমি এসেছিলে শুদ্ধ হৃদয় নিয়ে .
আমি তোমাকে ভালোবেসেছি


তুমি ছিলে না , তুমি এসেছিলে ।
আবার হাড়গিলা , শকুন , মদন টাক
আর রাজ্ ধনেশদের মতো বিলীন হয়ে গেলে
আমার প্রকৃতি থেকে ।


আমার অবসন্ন মুহূর্ত গুলো
এই ভেবে কেটে যায় ।
আমি জন্ম নিয়েছি তোমাকে পাব বলে ,
অথচ জন্ম নিয়েছি এমনি এমনি ।


((পকট শব্দটা প্রকট শব্দটার থেকে আলাদা । অনেকেই হয়তো ভেবেছেন পকট না হয়ে প্রকট হবে . পকট শব্দটা আমরা অনেকেই জানিনা , অবশ্য না জানারই কথা ,কারণ অভিধানে এই শব্দটা বিরল . কিছুদিন আগে একটা
সাংস্কৃতিক অনুষ্টানে একজন শিক্ষক বলেছিলেন আমার সমস্ত ছাত্রছাত্রী আমার হৃদয়ের পকটে থাকে . আমি ভেবেছিলাম পকেট হবে (জামার পকেট এর মত ) পরে ওই শিক্ষকের কাছ থেকে জানতে পারলাম পকট শব্দটার মানে হচ্ছে গভীর .আর সেখান থেকেই এই শব্দটা সংগ্রহ করা .হয়তো বা এটা পোকট অথবা পোকোট এমনই কিছু একটা হবে । ক্ষমা চেয়ে নিচ্ছি পাঠকদের কাছ থেকে এমন আঁটসাঁট একটা শব্দ ব্যবহার করার জন্য । মূল কথা হচ্ছে আমার শব্দটা ভালো লেগেছে   ))


ধন্যবাদ