মনো যাহা চায় ,
তাহা নাহি পায় ।
তবু চেয়ে যা্‌য়, ধূসর জগতে ,


প্রতিক্ষার ক্ষন,
তোলে শিহরণ ।
আকুলতায় মন,
ভেসে যায় প্রভাতে ।


দিন চলে যায় ,
ঋণ বেড়ে যায়
ভালোবাসার দোকানে,
নেই হাল খাতা ,
শুদু ঝরা পাতা দিয়ে যায় অপমানে ।


মনে মনে অবিরত
কত শত স্বপ্ন বুনি
হারিয়ে যাবে তা তাও জানি ,
তবুও মিছে স্বপ্ন বুনি ।


ঘুম ভেঙ্গে যায় ,
মাঝ রাতে হায় ,
জোনাকিদের দেখি তারা
আলো দিয়ে যায়
আঁধারের গায় ,
কি সুখে রাত জাগে তারা
জানি না কি সুখ পায়।


দেখি রাতের তাঁরা
হয়ে দিশেহারা
ঘুরে বেড়ায় আকাশে
মিট মিট করে সারারাত ভরে ।


কান পেতে শুনি
বাতাশের ধ্বনি ,
বয়ে যায় আপন মনে
দূর হতে বহু দূরে ।


ঘুম নেই চোখে , নির্ঘুম রাত
একা একা বসে গুনছি প্রহর ,
আবার কখন আসবে প্রভাত ।