যদি মন কাঁদে ,
তুমি চলে এসো আরেকবার
সেই কৃষ্ণচূড়ার তলে ।
তোমার সমস্ত বেদনা আমি ধুয়ে দেবো
আমার দুই নয়নের জলে ।
তুমি চলে এসো আরেকবার সুরঞ্জনা


তুমি আর কেঁদনা
তোমার চোখে বেদনার অশ্রু মানায় না সুরঞ্জনা ।
তুমি কত সুন্দর ,
চঞ্চলা তুমি সুচ্চলা , তুমি কালো মেঘের বুকে ফুলে উঠা আলো ,
আমি আজীবন তোমাকেই বেসেছি ভালো সুরঞ্জনা ।


বিচিত্র জগতে তুমি কতই না মিহিত ,
বিরুল গাছের পাতার মত দুটি আঁখি তোমার ,
আমি মুগ্ধ প্রানে স্নাদ্ধ নয়নে চেয়ে থাকি বার বার ।


কত মায়াবী তোমার হাসি ,
আমি তোমার মত কাউকে বেসেছি ভালো
শুদু এতটুকু শান্তি নিয়েই আজো বেঁচে আছি সুরঞ্জনা ।


সুরঞ্জনা আমি আবারো বলছি তোমায়,
যদি তোমার আকাশে ঐ চাঁদের আলো আর না হাসে ,
যদি তোমার জীবনের চার পাশে কভু অন্ধকার নেমে আসে ,
কাছের মানুষও যদি হয়ে যায় পর ,
যদি ভেঙ্গে যায় ঝড়ের আঘাতে তোমার সাজানো সেই ঘর
তুমি চলে এসো আরেকবার
আমি তোমার অপেক্ষায় থাকিবও সারাটা জীবন ভর


বিঃ দ্র- বানানের  ভুল ত্রুটি   গুলো দেখিয়ে দেবেন ।


Dhonnobad