হঠাৎ করে
যদি দেখা হয় ,
কোনো একদিন।
খুব চেনা একটা পথে ,
খুব চেনা একটা জায়গায়।  
হয়তো বা তখন আমরা বৃদ্ধ , অথবা বৃদ্ধ না।  
মনে করো দেখা হয়েও গেলো আমাদের।  
তখন কি তুমি আমার দিকে তাকিয়ে হাসি দেবে ?
আবারো দেখার খুশিতে।
নাকি এতো বছর পর হঠাৎ দেখে - পুরোনো কথা মনে করে -
চোখের কোণে একফোঁটা কান্না জমা হবে ?
নাকি কিছুই মনে নেই মনে করে চুপচাপ মাথা নিচু করে অথবা মুখটা অন্যদিকে ফিরিয়ে চলে  যাবে ?
নাকি খুব কাছে এসে - গভীর আবেগে বলবে কেমন আছো ?
তুমি অনেক বদলে গেছো , মুখটা শুকিয়ে ' একি হাল করেছো নিজের ?
খুব বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলবে - এখনো এতো অগোছালো ...? চুলের কি অবস্থা , পাগল একটা।