স্বপ্ন দেখো ,
মানুষের স্বপ্ন থাকা চাই।  
স্বপ্ন মানুষকে বাঁচতে শিখায় , স্বপ্ন মানুষকে বড় হতে শিখায়।  


ভেঙে পড়ো না  ,
তোমার স্বপ্নে তুমি অটল থাকো।  
পা দুটো পুঁতে ফেলো মাটির নিচে।  
স্বপ্ন শিখর গুলো ছড়িয়ে দাও বৃক্ষের মতো ।  
এমনভাবে শিখর গুলোকে ছড়িয়ে দাও -
যাতে তোমার অবর্তমানে তোমার শিখর হতে জন্ম নেয় চারা।  


আবারো বলছি ,
ভেঙে পড়ো না সমাজের কুৎসিত প্রবনে।  
তোমার স্বপ্নে তুমি অটল থাকো।  


মনে রেখো ,
এটা একটা বিচিত্র গ্রহ।  
এই গ্রহের মানুষ গুলো আরও বিচিত্র।
প্রত্যেকটা মানুষের চালচলন বিচিত্র , বিচিত্র তাদের মন , বিচিত্র চিন্তা ধারা।  
আর সবচেয়ে বেশি বিচিত্র তাদের ব্যবহার।  


তোমার স্বপ্ন গুলো হবে ,
তোমার সমাজে হাসি ঠাট্টার মানচিত্র।  
তোমাকে নিয়ে হাসবে , তোমাকে উচ্চসুরে কটাক্ক কথায় রাগাবে।  
তারা এমনি , কান দিও না।  
তোমার স্বপ্নে তুমি অটল থাকো।