অামি হারিয়ে গেছি নিজে
  পারি না চিনতে মোরে,
কেমনে বল চিনব তোমায়
  এই জগৎ সংসার তটে।
মায়ার খেলা ভবের মেলা
  জীবন হল যুদ্ধের অাভা,
কি করে তোমায় নিয়ে
  বাচঁবো বল রণক্ষেত্রে।
জীবন তরী হল ভেলা
  সমুদ্র পানে অামি একা,
কেমন করে তোমায় নয়ে
  পাড়ি দিব এই যাত্রা।
অাগুনের কুন্ড অগ্নি শিখা
  মন পুড়ে ছাইয়ের লীলা,
কেমন করে তোমায় নিয়ে
  বাধবো সুখের ঘর খানা।
প্ররাণ পাখি অাজ একাকী
  জায়গা খুঁজে ফিরে নিজেরি,
এমন অবস্থায় কেমন করে
  অামি তোমায় ভালবাসব।