সোনালী স্বপ্ন,এক রাশ ভালবাসার পুষ্পরাজী
দূর দিগন্তের পানে,
  শেষ হবারও পরে,
   সূর্যের রক্তিম অালোর অাভায়
    যাচিয়া সকল পঙ্কিম মালা
তেপান্তরের প্রান্ত ছুঁয়ে,
এদিক ছেড়ে সেদিক পানে
  যাহা দেখি ভাল লাগে।
   একাকী এই সময়ের ক্ষণে
তোমার প্রতিচ্ছবি,
কম্পিত করে মোর,
  হ্নদয়ের রক্ত কণা গুলোকে।
খোল তোমার হ্নদয়
অামার ভালবাসার জন্যে,
কারণ-
"অামি যে তোমায় ভালবাসি"।
দৃষ্টিহীন পলক জোরা,
ছিন্ন বিছিন্ন প্ররাণ পাখি,
  কষ্টের অাভরণে এই অামি
   খোলসের মাঝে বেঁচে অাছি।
প্রতিটি রক্ত কণা বলছে-
অামি তোমায় ভালবাসি।