বিশ্বাস তুমি কোথায় থাক,
ভালবাস কারে তুমি,
  কার ঘরেতে অাছ তুমি
   সাথী হয়ে দিবানিশি।
প্রেম ভালবাসা সকল অাশা
বিশ্বাসের ঘরে থাকে মিশিয়া,
  এপার ওপার দুই পারে
   বিশ্বাসের মূল্য সর্ব স্থানে।
বিশ্বাস থাকে সমান ভাবে
ছোট বড় সবার মাঝে
  মূল্য দেয় যে বুঝে,
   বিশ্বাস অতি মূল্যমান যে।
মানব তবু বুঝে না,
গোপনে দেয় অাগুন লাগাইয়া
  প্ররাণে দেয় হাজার জ্বালা
   বিশ্বাস নেয় যে কারিয়া।
একটি শব্দ বড় কঠিন
বিশ্বাস থাকে চিরদিন
  না বুঝিয়া বিশ্বাস নিয়া
   ছলনা করে অমলিন।
বিশ্বাসের ঘরে অাগুন লেগেছে,
বিশ্বাস হারিয়েছে গহীন অরণ্যে,
  বিশ্বাস নাই বলেই অাজ,
   সর্বনাশের বান ডেকেছে।
বিশ্বাসের তরে বিশ্বাস থাকে
বিশ্বাসের মূল্য কজনা বুঝে!
  নিজের স্বার্থে বিশ্বাসটাকে
   গলা টিপে হত্যা করে।
থাকতে নিজে মহাসুখে
নিজের খুশি বুকে পেতে,
  বিশ্বাস নামের শব্দটাকে
   ভুলে গেছে মন থেকে।