দূর নীলিমার প্রান্ত ছুয়ে,হাজার স্বপ্নের দেশ পেরিয়ে
অবলোকন দৃষ্টির সুদূর পানে
শেষ সীমানার বাঁধা পেরিয়ে
ক্লান্তির রেশকে তুচ্ছ করে
ছুটে চলে মন তোমার পানে
তোমায় একটু দেখার তরে।
মনের অাশা,স্বপ্ন,ভালবাসা সবি যে সুখের ঠিকানা
যত দূরে হোক তোমার থাকা,
থাকো তুমি যতই অজানা স্থানে
মনতো পাগল হাওয়া,থাকেনা থেমে
মন যাবে পৌঁছে তোমার মনের ঘরে।
মন শোনে না বাঁধা,ছুটে চলে সে মনের টানে
মন খুঁজে মনকে,অতি অাপন করে
যেখানে থাকো তুমি,যেখানে তোমার বাস
মনতো সেখানে যাবেই,তোমার কাছে
তোমার সাথে করতে সুখের নিবাস।