মন এক অাজব জিনিস
যায়না ধরা যায়না ছোঁয়া!
মন মানেনা কোন বাধা
মন চলে নিজ নিয়মে,
সদা খুঁজে অাপন জনকে।
মন হল পাগলা ঘোড়া
যায়না তারে লাগাম দিয়ে বাধা;
ছুটে চলে সে দূর দূরান্তে
তেপান্তরের প্রান্ত ছোঁয়ে-
এদিক সেদিক সব ছাড়িয়ে
নিজ ঠিকানা মনের ঘরে,
মন ছুটে যায় মনের টানে।
মন হল রঙ্গিল ঘুড়ি
অাকাশের সনে করে উড়া উড়ি,
যায়না বাধা সুতার টানে
নিজ ইচ্ছায় সদা উড়ে।
মনের টানে মন ছুটে
মনের বসত মনের কোণে;
যথাতথা রয়না সদা
প্রেমের মাঝে মনের সাড়া,
ভালবাসা সবি মনের ধারা,
নিজের সাড়ায় চলে মন
মন এক চলন সন।
যাহা ইচ্ছা করে তাহা
সর্বদা মন থাকে উতালা,
মনের ঘরে মন থাকে
ভালবাসা পূর্ণ মনের টানে।