সংসারে সবচেয়ে ছোট সে
বাপ-মা অাদর করে মজিদ মিয়া নাম রাখে,
বয়স দশ কিংবা বার
গায়ে গতরে হয়েছে অনেক বড়।
গরিব তারা খুব অভাগী
সংসারে নিত্য চলে টানাটানি;
দিন অানে দিন খায়
চলছে সদা এমন তাই।
হঠাৎ একদিন সাধ জাগে মনে
মজিদ কয়,বাজান খুব ইচ্ছে
একখানা লাল জামা পড়ব গায়ে
বাবা বলে,কেমন তরে
কিইনা দিমু জামা তরে
হয়না খাওয়া ভাল করিয়া
কোন মতে চলে দিন
রাগ করিছ না বাজান মোর।
অাইল খবর সবার কাছে এইবার ঈদে
ধনী লোকে যাকাত দিব সকলে,
শুনে মজিদ হয় খুশি
মনে মনে ভাবে যাকাত হতে
নিমু চাইয়া একখানা লাল জামা।
যাকাতের ক্ষণে লাইনে দাড়ায় সকলে
অাচমকা হইল কি সবায় করে ছুটাছুটি!
মজিদ মিয়া হঠাৎ করিয়া,মাটিতে যায় পড়ি
সকলের পদপৃষ্ঠ হয়ে,খায় গড়াগড়ি
খানিক বাদে নিরব হয়ে
মজিদের চলে যায় পরাণ পাখি।
কান্দে বাবা-মা অাহাজারি করিয়া
কান্দে বৃক্ষ,লতা,পাতা
হারাল জীবন মজিদ মিয়া
একখানা লাল জামার লাগিয়া।