বেদনার মর্মবাণী প্রতিধ্বনিত হৃদয়ের মাঝে
নিঃশব্দে কাঁদে মন একাকী হয়ে,
ব্যথার করুণ ইতিহাসের সূচনা লগ্নে!
প্রতিনিয়ত সাথী অামার চলার পথের।
রক্তক্ষরণ চলে নিরবধি নিশ্চুপ হয়ে
কষ্ট হল পরম উৎসবের রেখা;
বাতাসের সুরের ধ্বনিতে সংগোপনে-
হাতছানি দিয়ে ডাকে অতি গোপনে
বলে যায় কথা মনের কোণে,
তুমি হিনা এইতো জীবন
চলছে এমন বেদনা যাপন।
দেহের প্রতিটি রক্ত কণা
যেন অাজ এক একটা-
বেদনার বিষাদ অগ্নিশিখা,ভয়ংকর থাবা
ধুমড়ে মুছড়ে একাকার করে
অামায় নিয়ে যায় অতল গহ্বরে।
চোখের কোণে অাজ অার জল অাসেনা
বেদনার ঢেউ অার অাছড়ে পরে না,
মোর মন সাগরে উচ্চ টানে:
প্রবল বেগে অভিরাম ছুটে চলে
তুমি ছাড়া ভয়ংকর ঢেউয়ের ধারা।
অামার মুক্ত অাকাশে কালো মেঘের খেলা
ক্ষণে ক্ষণে খেলে যায় বিজলির রেখা,
প্রচণ্ড উত্তাপ করে দিয়ে যায় হানা
কাল বৈশাখী ঝড় পাগল হাওয়া।